Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৩ জনের লাশ দেশে ফিরছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১০:১৯ এএম | আপডেট : ৪:৪০ পিএম, ১৯ মার্চ, ২০১৮

অবশেষে স্বজনদের প্রতীক্ষার অবসান হচ্ছে। আজ বিকালে দেশে আসছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তে নিহত ২৩ বাংলাদেশির লাশ। এরা সকলেই নেপাল গিয়েছিল বেড়াতে আর ফিরছে কফিন বন্দি হয়ে। আজ সকালে বাংলাদেশ দূতাবাসে ২৩ জনের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। তাদের লাশ এখন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে। সেখান থেকে বিশেষ বিমানে দেশে নিয়ে আসা হবে।
স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে নেপালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন নেপাল সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিগণ।
নেপালস্থ বাংলাদেশের হাইকমিশনার মাশফি বিনতে শামস গণমাধ্যমকে জানিয়েছেন, এয়ারফোর্সের একটি প্লেনে করে তাদের পাঠানো হবে। এয়ারক্রাফট যতদ্রুত পৌঁছাবে তত দ্রুতই লাশ ঢাকায় পৌঁছানো হবে। আশাকরি দুপুর ২টা নাগাদ লাশ ঢাকায় পৌঁছাবে। অবশিষ্ট তিন লাশ শনাক্ত হওয়া সাপেক্ষে শিগগিরই দেশে পাঠানো হবে। এর আগে ইউএস-বাংলার একটি বিমানে তাদের স্বজনদের দেশে পৌঁছানো হবে। ঢাকায় পৌঁছানোর পর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মধ্যে রয়েছেন উম্মে সালমা, আঁখি মনি, বেগম নুরুন্নাহার ও শারমিন আক্তার, নাজিয়া আফরিন ও এফ এইচ প্রিয়ক, বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান এবং পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ