Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন ট্রাম্প পুত্রবধূ

বিয়ের ১২ বছর পর দু’জনের আলাদা পথে চলার সিদ্ধান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। সাবেক মডেল ও অভিনেত্রী ভেনেসা ট্রাম্প নিউ ইয়র্কের একটি আদালতে এ আবেদন করেছেন। ২০০৫ সালে এ জুটির বিয়ে হয় এবং তাদের পাঁচটি সন্তান রয়েছে। ভেনেসা ‘আনকনটেস্টেড ডিভোর্সের’ আবেদন করায় আইনি প্রক্রিয়া চলার সময় সন্তানদের হেফাজত এবং সম্পদ নিয়ে কোনো শুনানি হবে না। ৪০-এর কোঠায় থাকা এ দম্পতি গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেন, বিয়ের ১২ বছর পর আমরা দু’জন আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরকে অত্যন্ত সম্মান করি। ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রকাশ করা ওই বিবৃতিতে এই সময়ে নিজেদের গোপনীয়তা রক্ষা করতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা। কি কারণে ভেনেসা বিচ্ছেদের আবেদন করেছেন সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমে এ দম্পতির মধ্যে বিরোধের খবর এসেছিল। তখন ট্রাম্প জুনিয়রের অতিরিক্ত ভ্রমণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তিকে বিরোধে কারণ বলা হয়েছিল। এছাড়া, বাবা প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প অর্গানাইজেশনের অনেক ভার ট্রাম্প জুনিয়রের কাঁধে এসে পড়েছে। যে কারণে স্বাভাবিকভাবেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প

২৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ