Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আহতদের দেখতে হাসপাতালে ভিড় জমানো যাবে না -স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ৪:০৯ পিএম

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ভিড় জমানো যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আহতদের দেখতে হাসপাতালে ভিড় জমানো যাবে না। এখানে ভিড় করলে চিকিৎসায় ব্যাঘাত ঘটে, রোগীর আত্মীয়-স্বজনরাও অস্বস্তি অনুভব করেন।’

শুক্রবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘ভয়াবহ ওই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন আমার বিশ্বাস তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের সুস্থতার জন্য সব করা হবে। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। আমাদের বার্ন এবং অর্থোপেডিক্সের অভিজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক কাজ করছেন, যে কোনো প্রয়োজনে তারাও সেবা দিতে প্রস্তুত রয়েছেন।’

এ সময় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ‘নেপালে আমাদের যে প্রতিনিধি দল গেছে, তারা আহতদের অবস্থা পর্যবেক্ষণ করে সার্বিক তথ্য জানিয়েছেন। তাদের দেয়া রেকর্ড অনুযায়ী, আহতদের মধ্যে দু’জনের অবস্থা সংকটাপন্ন। আর তিনজন আজ দেশে আসছেন।’

তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে আটজনের ডিএনএ সনাক্ত করা হয়েছে। এছাড়া অন্যদের ডিএনএ স্যাম্পল নিয়ে প্রোফাইলিং করে তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুরে ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে ৫১ জন আরোহী নিহত হন। উড়োজাহাজে চার ক্রুসহ ৩৬ বাংলাদেশি ছিলেন। এদের ২৬ জনই মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ