Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে ৪ রোহিঙ্গাসহ আটক ৫

বাগেরহাট সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১:১১ পিএম | আপডেট : ১:২০ পিএম, ১৫ মার্চ, ২০১৮

বাগেরহাটে ৪ রোহিঙ্গাসহ ৫জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় বাগেরহাট শহরের রাহাতের মোড় থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা মেকশি ফট ক্যাম্পের শুনা আলী (৬৫), পিতা- ঠান্ডা মিয়া, শুনা মিয়ার মেয়ে রাশিদা (২০), আলী হালী ক্যাম্পের আবু তাহেরের মেয়ে মিনারা (১৯), আ. ছালামের মেয়ে বেবী (১৮)। এদের সহযোগী বাংলাদেশী এক নাগরিক কক্সবাজার জেলার বড় মহেষখালী জাগিরাঘোনা গ্রামের তোফাইল আহমেদের ছেলে মো. ইলিয়াছ (২৮)। এদেরকে বাগেরহাট মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, সকালে শহরের রাহাতের মোড়ে সন্দেহজনক ভাবে ৫জন লোক ঘোরাফেরা করছিল। খবর পেয়ে আমার ফোর্স পাঠিয়ে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদের মধ্যে ৪জন রোহিঙ্গা এবং ১জন তাদের সহযোগী বাংলাদেশী নাগরিক। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা কেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ