Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্প ও পেশায় ফুলওয়ালীর ফাগুন

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: কিছু সৃষ্টি, কিছু বিণোদন, কিছু ভাবনা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কিছু নাট্যকর্মীর মিলিত প্রচেষ্টায় ব্যতিক্রমি আয়োজন ছিল ‘ফুল ওয়ালীর ফাগুন’। তাদের প্রচেষ্টাটি ছিল নাটকের জন্য, জীবীকার জন্য আর উপকরণ হিসেবে বেছে নিয়েছিল ফুল। প্রত্যেক নাট্যকর্মী সৃষ্টিশীল, আর সেই সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে শিল্প এবং পেশা দুটোকে এক সুতোয় গাঁথার স্বপ্ন দেখেন ফুলওয়ালী। হাতে তৈরী ফুল দিয়ে যাত্রা শুরু করে ফুলওয়ালী। সৃজনশীলতার সৃজনবৈচিত্রের কাঁধে চেপে এগিয়ে যাওয়ার অভিযাত্রী ফুলওয়ালী আর ফুলওয়ালীর ফাগুন। ফুলওয়ালীর এই প্রথম আয়োজন উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লাকী ইনাম ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এই ব্যতিক্রমি আয়োজন সম্পর্কে অতিথিবৃন্দ বলেন, আমাদের দেশের প্রেক্ষপটে পেশাজীবী নাট্যচর্চা জীবীকার আশ্রয় না হওয়ায় আজ নাট্যকর্মীদের এ ধরনের আয়োজন। তবে আমরা ধন্যবাদ জানাই এই নাট্যকর্মীদের যে, তাঁরা প্রমাণ করে দিল নাটক বা নাট্যকর্মী শুধু একটা কিছুর মধ্যে সীমাবদ্ধ নয়, তাঁরা যেকোন কাজ করতে পারে। নাটক যেমন সমাজ পরিবর্তনের হাতিয়ার, তেমনি নাট্যকর্মীরাও সৃষ্টিশীল। তাই নাট্যকর্মমীর সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে শিল্প ও পেশাকে এক সুতোয় গাঁথা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্প

৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ