Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভালো অবস্থানে এশিয়ার পুঁজিবাজার

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ভালো অবস্থানে এশিয়ার পুঁজিবাজার। বুধবার ইতিবাচক ধারায় লেনদেন করেছে এ অঞ্চলের অধিকাংশ বাজার। বিবিসি এক খবরে জানিয়েছে, মার্কিন সুদের হার বাড়ানোর আগে ফেডকে সার্বিক বিষয় সতর্কভাবে দেখা উচিত। সুদের হার বাড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের মন্তব্যে সমর্থন জানিয়েছে এশিয়ার পুঁজিবাজার। কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জ্যানেট ইয়েলের এমন মন্তব্যের পর বুধবার এশিয়ার পুঁজিবাজার ইতিবাচক ধারায় লেনদেন করে। ফেড চেয়ারম্যানের ইতিবাচক মন্তব্যে বুধবার চীনের বেঞ্চমার্কে সাংহাই কম্পোজিট সূচক ২.৫৯ শতাংশীয় পয়েন্ট বেড়ে যায়। বিকেলের দিকে লেনদেন করে ২ হাজার ৯৯৬ পয়েন্টে। আর হংকংয়ের বেঞ্চমার্কে হ্যাংসেং সূচক ১.৭১ শতাংশীয় পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭১৪ পয়েন্টে লেনদেন শেষ করে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সুদের হার বৃদ্ধির ইস্যু গত কয়েকদিন বিনিয়োগকারীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। ইয়েলের মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি কমেছে। তারা বিনিয়োগে আবারো আস্থা পেয়েছে। দীর্ঘ এক মাসে সর্বনিম্ন অবস্থানে পৌঁছার পর আজ ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক। এদিন এসএন্ডপি/এএসএক্স ২০০ সূচক .১২ শতাংশ বেড়ে ৫ হাজার ১০ পয়েন্টে সর্বশেষ লেনদেন করে। এদিকে ইতিবাচক ধারায় শেষ হয়েছে দক্ষিণ কোরিয়ার সূচকও। এদিন কোচপি সূচক ইতিবাচক ধারার মধ্য দিয়ে ০.৩৬ শতাংশীয় পয়েন্ট বেড়ে ২ হাজার ২ পয়েন্টে বাজার শেষ করে। তবে সুদ নিয়ে ইয়েলেনে মন্তব্য মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি জাপানের বাজার। দেশটির শিল্প খাতে নেতিবাচক তথ্য প্রকাশ করার পর এদিন নেতিবাচক ধারায় শেষ হয়েছে দেশটির প্রধান পুঁজিবাজার। টয়োটা ও নিশানের মতো কোম্পানিরি শেয়ারদর যথাক্রমে ২.৫ শতাংশ ও ৩.৭ শতাংশ পতনের মধ্য দিয়ে নিক্কেই সূচক শেষ হয়েছে ১.৩১ শতাংশীয় পয়েন্ট পতনে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার আবারো বাড়ছে কি-না তার ওপর গত কয়েকদিন ঝিমিয়ে পড়ে এশিয়ার বাজার। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা কাজ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালো অবস্থানে এশিয়ার পুঁজিবাজার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ