প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ। এই অর্জনকে কেন্দ্র করে আগামী ২২ মার্চ আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়ভাবে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। বাংলাদেশকে স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরে অবদান রাখায় প্রধানমন্ত্রীর সাফল্য নিয়ে গান লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন রশীদ। গানের কথা হচ্ছে ‘তোমার জন্য স্বপ্নপূরণ জীবনকে ভালোবাসা, তোমার কথায় ভেঙ্গে চুরমার অনিয়মের বাসা’। গানটির সুর সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। প্রধানমন্ত্রীর সাফল্য নিয়ে লেখা এই গানে কন্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, শওকত আলী ইমন, অনুপমা মুক্তি, বালাম, পুলক ও কোনাল। এরইমধ্যে গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিওর শূটিং হয়েছে। গানটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস। আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও আমি দেশের গান গেয়েছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের সাফল্যের গানে এবারই প্রথম গাইলাম। হারুন ভাই খুব চমৎকার একটি গান লিখেছেন। গানের কথা শুনে মনে হলো এ যেন আমারই মনের কথা। গানের সুর সঙ্গীতও খুব ভালো হয়েছে। আমি খুব গর্বিত এমন একটি গানের সাথে সম্পৃক্ত থাকতে পেরে।’ গানটির সুরকার সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্য নিয়ে এমন একটি গান আমাকে করার সুযোগ দেয়ায় হারুন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। সকল শিল্পীরা খুব আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছেন। আশা করি, সবাই গানটি বেশ উপভোগ করবেন।’ প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান, শিগগিরই গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।