প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: এটিএন বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মেঘে ঢাকা শহর’। রুদ্র মাহফুজের রচনা এবং সাখাওয়াত মানিকের পরিচালনায় ধারাবাহিকটি প্রচার হে মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ড. এনামুল হক, শম্পা রেজা, অপূর্ব, উর্মিলা, সাজু খাদেম, নাঈম, তানিয়া হোসাইন, লুঃফর রহমান জর্জ, আহসান হাবিব নাসিম, বাঁধন, ডা. এজাজ প্রমুখ। ঢাকায় নিত্যদিনই বাড়ছে নানান মানুষের আনাগোনা। জীবন-জীবিকার প্রয়োজনে গ্রামের মানুষ ছুটে আসছে এই শহরে। যৌথ পরিবার ভেঙে হচ্ছে টুকরো। এরই মাঝে ব্যতিক্রম রশীদ সাহেবের পরিবার। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তা ভাবুক প্রকৃতির হলেও স্বভাবে খিটখিটে। তার স্ত্রী রোকসানা বেগম। দাম্পত্য জীবনে তিনি মৃদুভাষী এবং সবার কাছে সমাদৃত। পুরো পরিবারটিকে তিনিই আগলে রাখেন। বড় ছেলে মৃদুল দুই সন্তানের জনক। ছেলে আরিয়ান কলেজে আর মেয়ে লাবণ্য মাধ্যমিকে পড়ে। মৃদুলের স্ত্রী শায়লা বড় ভাবী হিসেবে পরিবারে জনপ্রিয়। রশীদ সাহেবের দ্বিতীয় ছেলে রনো চাকরিজীবী আর রনো’র স্ত্রী তামান্না বিউটিশিয়ান এবং তার বুটিক হাউজ আছে। বাবার আর্থিক স্ট্যাটাসের দাম্ভিকতায় তামান্না মাঝে মধ্যে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি চান যৌথ পরিবার ছেড়ে স্বামী আর একমাত্র মেয়ে আরিশাকে নিয়ে আলাদাভাবে থাকতে। রশীদ সাহেবের তৃতীয় ছেলে রুশো বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। সদ্য বিয়ে করেছে। তার স্ত্রী নীরা নিউইয়র্ক প্রবাসী। টেলিফোনের মাধ্যমে তাদের বিয়ে হয়। আর রশীদ সাহেবের ছোট ছেলে শুভ্র মাস্টার্স পরীক্ষা শেষ করে একটি কর্পোরেট চাকরিতে ঢুকেছে। এমনই এক পরিবারিক গল্প নয়ে আবর্তিত হয়েছে ‘মেঘে ঢাকা শহর’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।