Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনা তালতলীতে গড়ে তোলা হবে জাহাজ নির্মাণ শিল্প - শিল্পমন্ত্রী

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা ঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তালতলীতে জাহান নির্মাণ শিল্প গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলকে উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। গতকাল রোববার তালতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত শীপ বিল্ডিং ও শীপ রিসাইক্লিং বিষয়ক মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খাঁন। বরগুনার জেলা প্রশাসক আলহাজ মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা ১ আসনের সাংসদ এ্যাডঃ ধীবেন্দ্র দেবনাথ শম্ভু এম পি, শীপ ইয়ার্ডের চেয়ারম্যান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান ও বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহীদুজ্জামান। এ সমাবেশের আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন তেতুঁলবাড়য়িা শীপ বিল্ডিং ও শীপ রিসাইক্লিং প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ