Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আনন্দ টিভির যাত্রা শুরু আজ

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র (এটিভি) যাত্রা শুরু হচ্ছে আজ ১১ মার্চ থেকে। রাজধানীর বনানীতে এটিভির নিজস্ব ভবনে আজ রোবাবার সন্ধ্যায় আনন্দ টিভির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ‘আনন্দ টিভি’র উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার সকালে রাজধানীর বনানীতে এটিভি’র নিজস্ব ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রত্যেক প্রান্তের খবর তুলে আনতে আনন্দ টিভির এক ঝাঁক তরুণ ও সাহসী গণমাধ্যমকর্মী কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে সুস্থধারার বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করে বাঙালির হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলতে ধরতে আনন্দ টিভি কাজ করে যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে এটিভির উপ-বার্তা প্রধান শামসুল হক বসুনিয়া, প্রধান বার্তা সম্পাদক (সিএনই) রাশেদুল ইসলাম বিপ্লব, প্রধান প্রতিবেদক আনিসুর রহমান সাব্বির, ব্যবস্থাপক (এইচ আর এডমিন) সাইফুল ইসলাম, এজিএম (মার্কেটিং) আরিফুল ইসলাম, অনুষ্ঠান প্রধান এফ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ