Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর মিলগেইট নামাবাজার এলাকায় গতকাল শনিবার দুপুরে তুলার গোডাউনে এক ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে হাজী মজিবুল হক দুলালের ১টি, হাজী আব্দুল কাদেরের ১টি, সাইফুল ইসলাম খানের ১টি, আলমগাজী/মজিবরের ১টি, সুলতানের তুলা তৈরীর মেশিনঘরসহ ৫টি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আতিকুর রহমান জানান, অগ্নিকান্ডে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোথা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ