Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় গণহত্যা বন্ধে মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে -ইসলামী আন্দোলন

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ও প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, বিশ্বের দেশে দেশে মুসলিম নিধনে তাবৎ আল্লাহদ্রোহী শক্তিগুলো আলকুফরু মিল্লাতুন ওয়াহিদা হয়ে কাজ করছে। আল্লাহদ্রোহী শক্তিগুলো বিভিন্ন অজুহাতে মুসলিম হত্যাযজ্ঞে মেতে উঠেছে। সেই ধারাবাহিকতায় সিরিয়ায় স্বৈরাচার ও সম্রাজ্যবাদীদের হত্যাকাÐ মানব সভ্যতার ইতিহাসের লজ্জাজনক উপাখ্যান হয়ে থাকবে। নিরীহ নারী ও শিশুদের উপর নৃসংশতায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। বিশ্বের শান্তি প্রিয় মানুষ অবুঝ শিশুদের আর্তনাদ সইতে পারছে না। এ অবস্থায় মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দের নিরব থাকা গণহত্যাকে সমর্থনের শামিল। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। এ বর্বরতা বন্ধে বিশ্ববাসীকে বিশেষ করে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। সিরিয়ায় স্থায়ী শান্তি স্থাপনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। কোনভাবেই মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দ মজলুমের আর্তনাদ পাশ কাটিয়ে যেতে পারে না। প্রতিদিনই লাশের সারি লম্বা হচ্ছে। সুতরাং অবিলম্বে স্বৈরাচার ও সম্রাজ্যবাদীদের বর্বরতা থেকে সিরিয়ার জনগণকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘ, ওআইসি, আরবলীগ, মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ