Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এয়ার এশিয়ার নির্বাহী চেয়ারম্যান কামারুদ্দীন ঢাকায়

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

এয়ার এশিয়া বারহাদের নির্বাহী চেয়ারম্যান ও এয়ার এশিয়া এক্স-এর গ্রæপ সিইও দাতুক কামারুদ্দীন মেরানুনিছ গতকাল তিনদিনের সফরে ঢাকায় আসছেন। তিনি আজ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
এ সফরে কামারুদ্দিন মেরানুনিছ সরকার ও বিমান চলাচল কর্তৃপক্ষের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। পাশাপাশি তিনি ঢাকায় এয়ার এশিয়ার জিএসএ অফিস এবং ঢাকা ও চট্টগ্রামের সেলস অফিস পরিদর্শণ করবেন। এশিয়া-প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের ১৩০ টি গন্তব্যে এয়ার এশিয়ার বিমান চলাচল করছে। ২০০১ সালে কোম্পানী প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৪০০ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে এয়ার এশিয়া। মাত্র দুইটি উড়োজাহাজ নিয়ে যাত্র শুরু হলেও এর বহরে রয়েছে এখন ২০০টির বেশি বিমান।-সংবাদ বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ