Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র প্রতিষ্ঠানের নতুন লোগো উন্মোচন করেন ও প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাফল্য ও অর্জনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেন শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে দেশের সেবায় অগ্রনী ভূমিকা পালন করতে পারে সেই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইট এন্ড সাউন্ড শো পরিবেশিত হয় এবং প্রখ্যাত ব্যান্ডদল সোল্স লাইভ কনসাট পরিবেশন করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেফতাউল করিম, অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ এ কে সাব্বির আহমেদসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক অফিসারবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ