বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : যৌতুকের টাকা না পেয়ে সাভারে স্বর্ণালী আক্তার নামের (২৬) এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধে হত্যা অভিযোগ উঠেছে তার স্বামী আকবর আলীর বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকার নিজ ভাড়া বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধুর বড় ভাই নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় সাত বছর আগে আশুলিয়ার কবিরপুর বাইদগাঁও এলাকার সুরুজ মিয়ার মেয়ে স্বর্ণালী আক্তারের সাথে গাজীপুরের কালিয়াকৈর গ্রামের হিকমত আলীর ছেলে আকবর আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সাভারের ডগরমোড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। এরই মধ্যে আকবর আলী মাদকাসক্ত হয়ে পরে। তিন বার তিনি মাদক মামলায় হাজতবাস করেছেন।
সম্প্রতি স্বর্ণালীকে তার বাবার বাড়ি থেকে কয়েক লাখ টাকা যৌতুক এনে দেয়ার দাবি করেন আকবর আলী। কিন্তু স্বর্ণালী যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় তারে নির্যাতন করতে থাকে। একপর্যায়ে দুপুরে তাকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় আকবর।পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহত ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত ওই গৃহবধুর আলফি নামের সাত বছরের এক কন্যা সন্তান রয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম জানান, এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।