Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপন

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার রাজধানীর সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউট প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। কেননা কারিগরি শিক্ষায় দক্ষ না হলে দেশ এগোবে না, আর জাতি হিসেবেও সামগ্রিকভাবে আমরা পিছিয়ে পড়ব। শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি এক কোটি শ্রমিকের বেশির ভাগই অদক্ষ, এ কারণে তারা খুবই কম বেতন পায় এবং ছোট কাজ করে। অন্যদিকে বাংলাদেশের গার্মেন্টখাতের উচ্চপদে চাকরি করে বিদেশিরা বছরে ৫ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। এসব বিষয় চিন্তা করে দেশের কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহাররঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম ও ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব প্রমুখ।



 

Show all comments
  • MD.Zabir Hossain Kanak ১২ মার্চ, ২০১৮, ৯:৫৮ পিএম says : 0
    good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ