Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ টাকা দিয়ে লোকজন সমাবেশে নিয়ে এসেছে -রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ৯:৫৩ পিএম

রাজনীতিতে আওয়ামী লীগ দেউলিয়া হয়েছে বলে মন্তব্য করেছেন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা রাজনীতিতে এতোটাই দেওলিয়া হয়েছে যে টাকা দিয়ে লোকজন সমাবেশে নিয়ে এসেছে। তারা বলেছে আওয়ামী লীগ কর্মদিবসে কোনো কর্মসূচি দেবে না অথচ গত বুধবার ২০ টি সড়ক বন্ধ করে কোনো নোটিশ ছাড়া সমাবেশ করেছে।

শুক্রবার (০৯ মার্চ) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারে ক্ষমতার উৎস মন্তব্য রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিদেশিদের পরামর্শ নেই না, কিন্তু পরক্ষণেই আমরা শুনলাম তিনি একটি প্রতিনিধি দল নিয়ে তদবির করতে ভারতে যাচ্ছেন। আসলে তাদের ক্ষমতার উৎস বিদেশই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করতে যাওয়ায় পুলিশ বাধা দিয়েছে, পুলিশ কাউকে বেআইনি কাজ করতে দেবে না।

রিজভী বলেন, তার এ কথা শুনে মনে হচ্ছে পুলিশের সকল কাজের নির্দেশ দেয়ার দায়িত্ব আপনাদের। স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুর মাথায় পিস্তল ঠেকিয়ে নিয়ে যাচ্ছে এরা কে? ওবায়দুল কাদের বলেছে এটা বিএনপির আভ্যন্তরীণ কোন্দল। তাহলে তাদের ধরছে না কেন। এসব কিছুর জবাব দেয়ার জন্য প্রস্তুত হতে থাকুন।

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নারী সমাজের জন্য মূর্তিমান আতঙ্ক উল্লেখ করে তিনি বলেন, ৭ মার্চ আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে রাজধানীতে সিরিজ নারী নির্যাতনের ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের কথা বললেও ওবায়দুল কাদের বলছেন সমাবেশের বাইরে কোনো ঘটনার দায় নেবে না আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বিচারের পরিবর্তে নারী লাঞ্ছনাকারীদের উৎসাহিত করছেন? আর তারাই বলছে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। তাহলে এসবের দায় তারা নেবে না কেন।



 

Show all comments
  • সাইফুল ইসলাম চঞ্চল ১০ মার্চ, ২০১৮, ১২:৩৯ পিএম says : 0
    নিজের চোখে দেখেছি
    Total Reply(0) Reply
  • Babul Hossain ১০ মার্চ, ২০১৮, ১২:৩৯ পিএম says : 0
    একদম রাইট।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ