Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবির মহাপরিচালককে সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তন

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা মেজর জেনারেল আবুল হোসেনকে প্রেষণ পদ থেকে প্রত্যাহারপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হলো। তবে বিজিবির নেতৃত্বে কে আসছেন, সে বিষয়েও নতুন কোনো আদেশ হয়নি। মেজর জেনারেল আবুল হোসেন ১৯৬২ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আজীবন ফেলো এবং এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের সম্মানিত ফেলো।
বিজিবি জনসংযোগ দফতরের প্রধান মহসিন রেজা বলেছেন, বিজিরি মহাপরিচালকের সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ রয়েছে। তবে ওই স্থানে কাকে স্থলাভিষিক্ত করা হচ্ছে এখনো কোনো আদেশ আসেনি। এ অবস্থায় তিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করে যাবেন। উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ নভেম্বর মেজর জেনারেল আবুল হোসেন বিজিবি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ