রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম শ্রেষ্ঠ ইউএনও‘র পুরস্কার লাভ করেছেন। গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামকে জেলায় শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষণা করেন এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন। গত ২০১৬ সালের ১৩ অক্টোবর শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম যোগদানের পর থেকেই উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। সেই সাথে তার অক্লান্ত পরিশ্রমে উপজেলা বর্তমানে বাল্যবিয়ে মুক্ত। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার ও জমি আছে ঘর নেই’ সফলভাবে বাস্তবায়ন করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় শিবগঞ্জ উপজেলা বর্তমানে শতভাগ স্কাউটিং উপজেলা হিসেবে প্রতিষ্ঠাও লাভ করেছে। এ ছাড়াও তার আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্ঠায় শিবগঞ্জে ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (দুপুরের খাবারের ব্যবস্থা) কার্যক্রম চালু করা সম্ভবপর হয়েছে। এদিকে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতাসহ মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানে গতিশীলতা ফিরে এনেছেন। অপর দিকে, উপজেলায় মাদক, ইভটিজিং প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মকান্ড তার প্রসংশনীয় ভ‚মিকা রয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলাবাসী। সম্প্রতি শফিকুল ইসলাম তার এক প্রতিক্রিয়ায় এ প্রতিবেদককে বলেন, জেলা প্রশাসক স্যার ও জেলা প্রশাসন পরিবারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমার কর্মস্থল শিবগঞ্জ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতায় আমাকে শ্রেষ্ঠত্বর সাফল্য এনে দিয়েছে। সাফল্যের এ ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে সবার সহযোগিতা চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।