Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় দুই লাশ উদ্ধার

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সাভার (ঢাকা) থেকে স্টাফ রিপোর্টার : ঢাকার জেলার সাভার ও আশুলিয়ায় পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সাভারের হেমায়েতপুরের নন্দখালী হলমার্ক গার্মেন্টসের পাশ থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ভোর ৬টার দিকে হলমার্ক গার্মেন্টসের পাশের খালি জায়গায় অজ্ঞাত ওই ব্যক্তির গলা কাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ওই ব্যক্তির সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ।
অন্যদিকে সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি বাড়ি থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
লাশ দুটি উদ্ধারের খবর নিশ্চিত করেন সাভার থানার ওসি এস এম কামরুজ্জামান ও আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ