Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে খাদেম সরদার হত্যা মামলায় একজনের প্রাণদন্ড

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদীর খাদেম সরদার হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদÐ এবং দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।
গতকাল(বুধবার) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সৈয়দ এনায়েত হোসেন চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদÐপ্রাপ্ত নান্নু মৃধা (৪০) গৌরনদীর নন্দনপট্টি এলাকার শফিজউদ্দিন মৃধার ছেলে।
যাবজ্জীবনপ্রাপ্তরা হচ্ছে- একই এলাকার নান্নুর ভাই সেন্টু মৃধা (৩৫) ও ধানডোবা এলাকার ফানুস মৃধার ছেলে আলম মৃধা (৩৭)। রায় ঘোষণার সময় নান্নু ও আলম কাঠগড়ায় উপস্থিত ছিল । সেন্টু পলাতক। তবে অভিযোগ প্রমানিত না হওয়ায় ৭ জনকে খালাস দেয়া হয়েছে বলে পাবলিক প্রসিকিউটর গিয়াস উদ্দিন কাবুল জানান।
আসামিরা নন্দনপট্টি এলাকায় মাদক ব্যবসা করতেন। স্থানীয় আল আকসা জামে মসজিদ কমিটি সদস্যরা একাধিকবার তাদের ব্যবসা বন্ধ করতে বলেও কোনো সমাধান পাননি। এর জেরে মসজিদ কমিটির সহ সভাপতি খাদেম সরদারের ছেলে কমিটির সেক্রেটারি শাহ আলম সরদার তাদের নামে মামলা করেন। এরপর পুলিশ আসামিদের বাড়িতে অভিযান চালালে তারা শাহ আলমের ওপর ক্ষিপ্ত হন। পাশাপাশি শাহ আলম ও তার পরিবারের সঙ্গে আসামিদের জমি নিয়েও বিরোধ ছিল। এসবের জেরে ২০১৪ সালের ১৩ অক্টোবর রাতে খাদেম সরদার এবং তার দুই ছেলে শাহ আলম ও মসজিদ কমিটির সদস্য আসলাম সরদারকে কুপিয়ে জখম করা হয়। এতে খাদেম সরদারের মৃত্যু হয়। পঙ্গু হয়ে যান আসলাম। এ ঘটনায় শাহ আলম ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
তদন্তশেষে সিআইডি বরিশাল জোনের পরিদর্শক মো. সেলিম শাহনেওয়াজ ২০১৫ সালের ১৬ জুন সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জসিট জমা দিলে মামলার বিচার কাজ শুরু হয়। সাক্ষীদের সাক্ষ্য গ্রহন ও উভয় পক্ষের আইনজীবীদের সাওয়াল জওয়াবশেষে গতকাল বিজ্ঞ বিচারক রায় ঘোষনা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ