Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চাপালডাঙ্গা গ্রামের এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছে ধর্ষিতা। ৭ মার্চ এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রওশন আরা পলির কার্যালয়ে ধর্ষক মাহমুদ আলীর উপস্থিতিতে শুনানী হওয়ার কথা থাকলেও ধর্ষক উপস্থিত না হওয়ায় শুনানী হয়নি। তবে মাহমুদ আলীর বাবা আইয়ুব আলী এ সময় উপস্থিত ছিলেন। আইয়ুব আলী বলেন, মেয়েটি আমার বাড়ি যাওয়ার পর থেকে আমার ছেলে বাড়ি থেকে কোথায় চলে গেছে আমি জানি না। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রওশন আরা পলি জানান, অভিযুক্ত মাহমুদ আলী উপস্থিত না থাকায় শুধু অভিযোগকারীর বক্তব্য শুনেছি। এ বিষয়ে আরও তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ