Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া মহিলা পুলিশ আটক

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সিলেট ব্যুরো : সিলেট নগরী থেকে এক ভূয়া মহিলা পুলিশকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল মাজার এলাকা থেকে শাহজালাল তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই শফিক সহ কয়েকজনের সহযোগীতায় তাকে মিলে তাকে আটক করা হয়।
তার নাম জুলিয়া আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার ইভা (১৮)। তবে পরনের ইউনিফর্মে নামের জায়গায় পাপিয়া লেখা ছিল। প্রাাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর এবং বর্তমানে ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। এসআই শফিক জানান- দুপুরে শাহজালাল মাজার এলাকায় পুলিশের ইউনিফর্ম পরা ওই মহিলার চলাফেরা ও আচরণ দেখে তাদের সন্দেহ হয়। এই সন্দেহ থেকেই তার সাথে কথা বলে সে ভ‚য়া বলে ধরা পড়ে। তিনি জানান- একটি অসাধু চক্র ভ‚য়া পুলিশ সেজে সাধারণ জনগণের কাছ থেকে ভয় দেখিয়ে বিভিন্ন ধরণের সুবিধা আদায় করে আসছে এবং হয়রানি করছে। আটক মহিলা এ রকম কোনো চক্রের সদস্য হতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ