বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : গুলি, সংঘর্ষ ও জাল ভোট দেয়ার অভিযোগের মধ্য দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরের ৬টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাড়ে ৩ টার দিকে অলোয়া ইউনিয়নের ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে যান কয়েকজন লোক। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পলাশের পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগ উঠলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল ইসলামের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পলাশকে আটক করা হয়। কিছু সময়ের জন্য বদ্ধ থাকে ভোট গ্রহণ। এর আগে ৩টার দিকে খড়গ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থী সোবহানের মোরগ প্রতীকের সমর্থকদের সাথে ফুটবল প্রতীকের নজরুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মজিদ নামের নজরুলের এক কর্মী গুরুত্বর আহত হয়। পরে তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।