Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রামের ইমেজ বাড়াতে হবে- চেম্বার সভাপতিকে ফরাসি রাষ্ট্রদূত

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিদেশী বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রামের ইমেজ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন ফরাসী রাষ্ট্রদূত মিসেস মেরি-এনিক বোরদিন। গতকাল বুধবার আগ্রাবাদের বিশ্ববাণিজ্য কেন্দ্রে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সাথে সাক্ষাতে তিনি বলেন, তুলনামূলকভাবে অনেক পরিচ্ছন্ন এই নগরীর সাথে ফ্রান্সের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত প্রাচীন। কিন্ত সবকিছু রাজধানী কেন্দ্রিক হওয়ায় চট্টগ্রামে অনেক সম্ভাবনা থাকা স্বত্তে¡ও যথাযথ গুরুত্ব পাচ্ছে না। তিনি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা অন্যতম প্রধান বাধা বলে উল্লেখ করেন। রাষ্ট্রদূত বাণিজ্য প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময় কৃষি প্রক্রিয়াজাতকরণ, জৈব খাদ্য উৎপাদন এবং বঙ্গোপসাগর ও অভ্যন্তরীণ নদীসমূহের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে যৌথ বিনিয়োগের লক্ষ্যে তার ব্যক্তিগত উদ্যোগের কথা উল্লেখ করেন। এছাড়া আরএমজি সেক্টর, সমাজের পশ্চাৎপদ অংশ ও রোহিঙ্গা সমস্যা সমাধানে ফ্রান্স সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত। মাহবুবুল আলম ২০১৬-১৭ অর্থবছরে ফ্রান্সে ১.৫৫ বিলিয়ন ডলারের রপ্তানি উল্লেখ করে পণ্য সম্ভার বহুমূখীকরণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে লাফার্জ সুরমা সিমেন্ট, টোটাল গ্যাস, কোম্পানীর মতো আরো ফরাসী বিনিয়োগ প্রত্যাশা করেন এবং জিটুজি ভিত্তিতে যৌথ উদ্যোগে ইন্সটিটিউট স্থাপন করে দক্ষ বিশেষজ্ঞ তৈরীর প্রস্তাব করেন। এ সময় সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক এ কে এম আকতার হোসেন, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) ও অঞ্জন শেখর দাশ, ফ্রান্সের অনারারী কনসাল জেনারেল রাফি নিজাম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ