Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপুল পরিমান ইয়াবা’সহ আটক ১৩

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


নোয়াখালী ব্যুরো ঃ নোয়াখালীর সদর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে ডিবি। এসময় তাদের কাছ থেকে ৩৩’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালিত হয় । আটককৃতরা হলো, সদর উপজেলার কালিতারা গ্রামের আবুল হোসেন এর ছেলে তুষার আহাম্মেদ (২৯), একই উপজেলার পশ্চিম কৃষ্ণরামপুর গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে বেলায়েত হোসেন (২৪), বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তৈয়ুবুর রহমানের ছেলে মাহমুদুল হাসান মামুন (২৯), সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের আজিজুল হকের ছেলে আবদুল মোতালেব (২৩), কবিরহাট উপজেলার নরসিংহপুর গ্রামের আবদুল হাই ছেলে আবদুল আফনান ইমন (২২), সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম সুমন (৩৫), নোয়াখালী পৌরসভার হাউজিং এলাকার বাবুল ড্রাইভারের ছেলে ফুয়াদ চৌধুরী রবি (২৮), সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের আবদুর রহিমের ছেলে মো. শরীফ (২৭), সদর উপজেলার কালাদরাফ ইউনিয়নের মৃত আমিন উল্যার ছেলে সুরুজ মিয়া (৪২),একই উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃত অব্দুল মালেকের এর ছেলে এমদাদ উদ্দিন টুটুল (৩৯), একই উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ইব্রাহিম খলিলের ছেলে জাহিদুর রহমান রনি (২২),নোয়াখালী পৌরসভার আবুল হাশেমের ছেলে মাঈন উদ্দিন মহিন (২৫),একই পৌরসভার নুরুল হকের ছেলে মাহফুজুল হক মুরাদ (২৮)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ