বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফ উপজেলা সংবাদদাতা : টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মুলাপাড়া থেকে নাছিমা আক্তার (১৮) নামের এক নববধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে শাশুড় বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাহারছড়ার নোয়াখালীয়াপাড়ার মৃত ছৈয়দ আহমদের মেয়ে নাছিমা আক্তারের সঙ্গে হোয়াইক্যং মুলাপাড়ার জাহিদ হোসেনের ছেলে কলিম উল্লাহ’র সাথে গত এক মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। গত সোমবার সন্ধ্যায়ও স্বামী-শাশুড়ি সঙ্গে নিহত নাছিমার মধ্যে ঝগড়া হয়। রাতের বা সকালে কোনো একসময়ে স্বামী নাছিমাকে ফাঁস দিয়ে হত্যা করে থাকতে পারে। মঙ্গলবার দুপুরে দিকে প্রতিবেশি একজন নারী ঘরের মেঝেতে নাছিমার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করলে তিনি পুলিশ ফাঁড়িতে খবর দেন। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নির্মল চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থল একটি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়। টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া বলেন, এ ঘটনার পর থেকে স্বামী ও শাশুড়বাড়ির লোকজন পলাতক রয়েছে। থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।