Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বেসরকারি কন্টেইনার ডিপো গেট পাস পার্কিং ফি আদায়ের সিদ্ধান্ত বাতিল

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে গেইট পাস ও পার্কিং ফি আদায়ের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালকের সঙ্গে মালামাল পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এরপর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) গোলাম ছরোয়ার, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আব্দুল গাফফার, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশেনের সভাপতি আকতার হোসেন উপস্থিত ছিলেন। গেইট পাস ও পার্কিং ফি আদায়ের প্রতিবাদে সোমবার ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিকরা। বন্দর চেয়ারম্যানের আহŸানে সাড়া দিয়ে ওইদিন রাত ৮টায় ধর্মঘট স্থগিত করে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ