Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ইয়াবা সম্রাট লিটন ধরা ছোঁয়ার বাইরে

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

খলিল সিকদার রূপগঞ্জ, (নারায়ণগঞ্জ) থেকে : নারায়ণগঞ্জের রুপগঞ্জে ৩ গ্রামে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীর দৌড়াত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় নিরীহ জনসাধারণ। বারবার পুলিশের হাতে আটক হলেও মোটা অংকের ঘুষের বিনিময়ে ফের ছাড়া পেয়ে ইয়াবার দৌড়াত্ম অব্যাহত রাখছে তারা। এতে ভয়ানক পরিবেশে বসবাস করছেন স্থানীয় বাসিন্দারা।
সূত্র জানায়, বাড়িয়া ছনি এলাকার মজনু মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দীর্ঘদিন যাবৎ তার নিজ গ্রামের ২০সদস্যের মাদক ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলেছে। একই গ্রামের সোহেল, মালা মিয়া, কামালদের মাধ্যমে গোয়ালপাড়া এলাকার নাজমুল লিখন, শফিকুল ইসলাম ওরফে ইয়াবা শফি, টেকনোয়াদ্দা এলাকার মিলন মিয়া ও তার বোন রতœার সহায়তায় সহ একটি শক্তিশালী সিন্ডিকেট মাদকের ব্যবসা করে আসছে। এসব মাদক ব্যবসায়ী বেশ কয়েকবার রুপগঞ্জ থানা পুলিশের হাতে আটক হলেও জামিনে বেরিয়ে ফের চালিয়ে যাচ্ছে এসব কুকর্ম। তাদের মাদক ক্রেতা হিসেবে প্রতিদিন স্কুল পড়ুয়া শিশুদের রাখা হয়েছে সর্বাগ্নে। এতে সামাজিক পরিবেশ নষ্ট হয়ে মানবতার চরম বিপর্যয় ঘটেছে। এ বিষয়ে রুপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী আটকের পর আদালতে প্রেরন করি। পরে জামিনে বেরিয়ে এসে ফের জড়িয়ে পড়ে এসব ব্যবসায়.। তবে পুলিশ তাদের হাতে নাতে আটকের জন্য তৎপর রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ