বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউপির মাসুরগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ সময় ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। আতঙ্কে ভোটাররা দিগ্বিদিক ছুটাছুটি করে নিরাপদ আশ্রয়ে ছুটে যায়। আজ বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার জানান, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব অবস্থান করছে। ভোট গ্রহণ অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্র জানা গেছে, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রটির বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এর আগে পাশের কুকুটিয়া ইউপির নাগেরভোগ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে ভোট গ্রহণ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।