Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকাসক্তকে উপদেশ দিলে হবে না সেবা দিয়ে সুস্থ করতে হবে -ডিআইজি

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, মাদকসেবীরা প্রথমে সিগারেট পান থেকে শুরু হয় মাদক সেবন। এর পর মাদক সেবনের পরিমাণ বাড়ায়। এতে বেশি খরচ হয় বলে একসময়ে ব্যবসায় জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। আদালত থেকে জামিনে বের হতে বিভিন্ন প্রক্রিয়া অনেক টাকা খরচ হয়। বের হয়েই ওই খরচ তুলতে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। কারণ একজন লোক সমস্ত দিন কাজ করে বেতন পায় ৫০০ টাকা। আর মাদকের ব্যবসা করলে প্রতিদিন পাঁচ হাজার টাকারও বেশি আয় হয়। তাকে আবারো আটক করা হয়। এভাবে মাদক ব্যবসায়ীদের জীবন আইনশৃঙ্খলা বাহিনী, কারাগার ও আদালতে চক্রকারে চলতে থাকে। এ ধরনের মাদক ব্যবসায়ীরা রোগী। তাদের উপদেশ দিলে সুস্থ হবে না। সুস্থ করতে হলে সুচিকিৎসা দিতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদেরকে পুনর্বাসন করে জীবন চলার পথ দেখাতে পারলে মাদক সেবন ও ব্যবসা থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। বরিশাল রেঞ্জে নবাগত ডিআইজির আমতলীতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে বিরোধী কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গত সোমবার বিকেলে আমতলী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরগুনা পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরগুনা ডিসি মো. মোখলেছুর রহমান, আমতলী উপজেলা চেয়ারম্যান জিএম দেলোয়ার, আমতলী মেয়র মো. মতিয়ার রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, পৌর কমিশনার জুয়েল তালুকদার প্রমুখ। বরগুনা থানার আটজন, আমতলী থানার চারজন, পাথরঘাটা থানার চারজন, বেতাগী থানার চারজন ও তালতলী থানার তিন জনসহ ২৩ জন মাদকসেবী-মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে। তারা ভবিষ্যতে আর কখনো মাদক সেবন-ব্যবসা করবে না বলে প্রতিশ্রæতি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে। এ ছাড়া জেলা পুলিশের উদ্যোগে ছয়টি থানার ১৪ জন মাদকসেবী-ব্যবসায়ীকে পুর্নবাসন করেন। পুর্নবাসনকৃত মাদকসেবী-ব্যবসায়ীদের মধ্যে ১০ জনকে সেলাই মেশিন, দুইজনকে মুদি-মনোহরী মালামাল, একজনকে ইলিশ মাছ ধরার জাল এবং একজনকে ভ্যান গাড়ি দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ