Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে সুন্নি নেতা হত্যাকারীদের গ্রেফতার দাবি

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের আহলে সুন্নাত ওয়াল জামা’আত চুনারুঘাট উপজেলা সভাপতি ও চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, প্রবীণ মুরব্বি শহীদ আলহাজ আবুল হোসেন আকল মিয়া (৬৮) হত্যা মামলার আসামিদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রশাসনকে ১০ দিনের আল্টিমেটাম দেন। গত সোমবার বেলা ১১টায় উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামের সামনে এক বিশাল শোক সভায় এ দাবি জানান। আহলে সুন্নাত ওয়াল জামা’আত চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি মুসলিম খান। উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার, শফিকুল ইসলাল দুলাল ও সাংবাদিক এস এম সুলতান খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক পিপি অ্যাড. আকবর হোসেন জিতু, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, পৌরমেয়র নাজিম উদ্দিন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় নেতা মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা জালাল উদ্দিন আখঞ্জী, মাওলানা ছোলাইমান খান রাব্বানী, মাওলানা মুফতি আব্দুল হাকিম, মাওলানা গোলাম সরোয়ারে আলম গোলাপ, এ কে আফসার আহমদ তালুকদার, অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা চুনারুঘাট শহর তথা উপজেলাবাসীর অভিভাবক আহলে সুন্নাত ওয়াল জামা’আত সভাপতি, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শহীদ আলহাজ আবুল হোসেন আকল মিয়া হত্যারকারীদের দ্রæত গ্রেফতার পূর্বক দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অন্যতায় ১০ দিন পর বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করে হুঁশিয়ারি দেন নেতারা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ