Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গুরুদাসপুরে ১০৯ নাম্বারে কল করে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী তানিয়া

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


নাটোর জেলা সংবাদদাতা : বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল নাটোরের গুরুদাসপুরে উপজেলার দাদুয়া গ্রামের তানিয়া খাতুন (১৬) নামের এস এস সি’র সদ্যসমাপ্ত পরীক্ষার্থী। এলাকার সচেতন নাগরিগ মহিলা বিষয়ক অধিদপ্তরের জাতীয় হেল্প লাইনে ১০৯ নাম্বারে ফোন করলে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশে এই বিয়ে বন্ধ করে দেন। রবিবার পাশ^বর্তী বড়াইগ্রাম উপজেলার ভরট গ্রামের সেলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন সজিবের সাথে তানিয়ার বিয়ের কথা ছিল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামের আবু তালেবের মেয়ে ও ধারাবারিষা উচ্চ বিদ্যালয় থেকে সদ্যসমাপ্ত এস এস সি”র পরীক্ষার্থী। তানিয়া খাতুনের বিয়ের খবর মহিলা বিষয়ক অধিদপ্তরের জাতীয় হেল্প লাইন থেকে শুনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ