Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কওমি মাদরাসার মেধাবীদের দেশের নেতৃত্ব দিতে গড়ে তুলতে হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কওমী মাদরাসার মেধাবী ছাত্রদেরকে দেশে নেতৃত্ব দিতে তাদেরকে যথাযথভাবে গড়ে তুলতে হবে। যা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ করছেন। তিনি বলেন, টঙ্গীতে তাবলীগের ইজতেমায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়। সারা বিশে^ এর সুনাম রয়েছে। সেখানেও বিরোধ তৈরি হচ্ছে। এসব কারা করছে? তিনি বলেন, বিশ^ইজতেমা আমাদের গর্বের বিষয়। তারা দ্বীনের কাজ আঞ্জাম দিচ্ছে।
মন্ত্রী বলেন, তাবলীগ জামাত ও কওমী মাদরাসাসমূহের উলামায়ে কেরামকে সঠিক পথে থেকে ঐক্যবদ্ধভাবে একমতে একপথে চলতে হবে। তাহলেই যে ইসলাম আমরা ধারণ করি সেই ইসলামকে জয়ী করতে এবং বিশে^ ইসলামকে শান্তির ধর্ম হিসেবে বিবেচিত করতে পারবো। গতকাল বিকালে রাজধানীর খিলগাঁও জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ড তথা জাতীয় বেফাক আয়োজিত প্রতিনিধি সম্মেনে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সংখ্যালঘু কওমী বোর্ডগুলোকে আইনত শক্তিশালী করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও কারিগরি ও মাদরাসা শিক্ষাসচিবকে আহŸান জানান। তিনি বলেন, পাঁচ বোর্ডের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। হায়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম স্থানসহ মেধাতালিকায় স্থান পেয়েছে সংখ্যালঘু বোর্ডের শিক্ষার্থীরা। অথচ, বেফাকুল মাদারিস ছাড়া বাকী পাঁচ বোর্ডের সঙ্গে সংখ্যালঘুর মতো আচরণ করা হচ্ছে।
কারিগরি ও মাদরাসা শিক্ষার সচিব মোঃ আলমগীর বলেন, কওমী মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি এখনো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। কওমী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে এ কাজ তরান্বিত হবে।
আলোচনার পূর্বে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি। এরপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিশেষ অতিথিদেরকেও ক্রেস্ট উপহার দেন জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের নেতৃবৃন্দ।
এ ছাড়াও মাওলানা হুসাইনুল বান্নার উপস্থাপনায় বক্তব্য দেন, ড. আওলাদ হোসেন, মাওলানা আবু তাহের নদভী, মুফতি এনামুল হক, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা শামসুল হুদা খান, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি আবদুল কাইয়ুম খান, মাওলানা হোসাইন আহমদ, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা মুমতাজুল করীম, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা শওকত আলী, মাওলানা মুজাফ্ফর হোসাইন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা মুসলেহউদ্দীন, মুফতি আবুল কাসেম প্রমুখ।
২৭ মার্চ থেকে বিজিবি ও বিজিপি সীমান্তে যৌথ টহল : স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্ব চুক্তি অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সীমান্তে যৌথ টহল দিবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল শনিবার রাজধানীর ফার্মগেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, ভুল তথ্যের ভিত্তিতে মিয়ানমার সীমান্তে সৈন্য সমাবেশ ঘটিয়েছিলো। সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে তারা। এখন সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আগামী ২৭ মার্চ থেকে পূর্ব চুক্তি অনুযায়ী বিজিবি ও বিজিপি সীমান্ত এলাকায় যৌথ টহল দিবে। পরে স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নিজ দেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা খুব দ্রæত সেদেশে (মিয়ানমার) ফিরে যেতে পারবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমানের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। তবে বছরের পর বছর তাদের এখানে রাখার কোনো মানে হয় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ