পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, পাকিস্তানে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফ শুধু প্রধানমন্ত্রীত্বই হারাননি, সম্প্রতি আদালতের রায়ে দলীয় প্রধানের পদটিও হারিয়েছেন।
বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়ার বেলায় তা নয় কেন? বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় রাজনীতিকদের জন্য সতর্কবার্তা। এ কথাটি আজ সত্য-যে দেশে আসলে আইনের শাসন ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে দেশ জঙ্গী রাষ্ট্র, সিদ্ধান্তহীন নেত্রীর রাষ্ট্র হবে নাকি বিশ্বের ৩য় কর্মঠ নেত্রীর হবে। ৭ মার্চ সোহরাওয়ার্দী মাঠের আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বিকালে রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) মহানগর যুবলীগ দক্ষিণ শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট এতে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদসহ ঢাকা বিভাগের ২১টি জেলা ও ৪টি মহানগরের সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/যুগ্ম-আহ্বায়কগণ আগামী নির্বাচন ও ৭ই মার্চের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।