Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান ভাড়া বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীরা চরমভাবে ক্ষুব্ধ

যাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার চালুর দাবি

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

শামসুল ইসলাম : চলতি বছর বিমান ভাড়া বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীগণ চরমভাবে ক্ষুদ্ধ। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে বিমানের প্রস্তাবিত হজযাত্রী’র বিমান ভাড়া জনপ্রতি ১ লাখ ৩৮ হাজার ১শ’ ৯১ টাকা অনুমোদন দেয়া হয়েছে। গত বছর হজযাত্রীদের বিমান ভাড়া ছিল জনপ্রতি ১ লাখ ২৪ হাজার টাকা। হাবের মহাসচিব মো: শাহাদাত হোসাইন তসলিম চলতি বছর হজযাত্রীদের বিমান ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তা’ সহনীয় পর্যায়ে কমিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামান করেছেন। হাবের মহাসচিব তসলিম গতকাল এক প্রশ্নের জবাবে এবারের হজ প্যাকেজে অনুমোদিত বিমান ভাড়াকে অযৌক্তি বলে তা’ প্রত্যাখ্যান করেছেন। হাব মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী’র মূখ্য সচিবের কাছে হজযাত্রীদের বিমান ভাড়া এক তরফাভাবে বৃদ্ধি করায় প্রতিক্রিয়া জানিয়েছি। হাব মহাসচিব বলেন, বিমান ভাড়া পার্শ্ববর্তী দেশের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারনের জন্য বিমান কর্তৃপক্ষকে বার বার অনুরোধ জানিয়েছিলাম। আজ ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমানের সাথে দেখা করে চলতি বছরের অযৌক্তিক বিমান ভাড়া প্রত্যাহার করে সহনীয় পর্যায়ে বিমান ভাড়া নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন পেশ করবেন বলেও হাব মহাসচিব উল্লেখ করেন। আজ রোববার হাবের ইসি’র জরুরী সভায় হাব সদস্যগণ হজযাত্রীদের অযৌক্তিক বিমান ভাড়া প্রত্যাহারের জোড়ালো দাবী উত্থাপন করা হবে। হাব সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া আজকের সভায় সভাপতিত্ব করবেন। হজযাত্রী পরিবহনের থার্ড ক্যারিয়ার চালুর দাবীটিও হাবের ইসি সভায় স্থান পাবে বলে হাবের শীর্ষ পর্যায়ের একজন নেতা স্বীকার করেছেন।
চলতি বছরের হজ ব্যবস্থাপনাকে সুন্দর ও সুষ্ঠু করার লক্ষ্যে এবং হজযাত্রী ও হাব সদস্যদের স্বার্থ রক্ষায় গতকাল হাব ওলামা সোসাইটি’র উদ্যোগে নেতৃবৃন্দ যে কোনো মূল্যে হজযাত্রীদের বিমানের অযৌক্তিক বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী থার্ড ক্যারিয়ার চালুর জন্য হাবের কাছে ছয় দফা দাবী পেশ করেছে। হাব ওলামা সোসাইটি’র সভাপতি মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা তাজুল ইসলাম আশরাফী , মাওলানা জাহিদ আলম হাব কর্তৃপক্ষের কাছে উল্লেখিত ছয় দফা দাবী হস্তান্তর করেছেন।
হাব ওলামা সোসাইটি’র প্রস্তাবিত দাবী সমূহ হচ্ছে, যে কোন মূল্যে বিমানের অযৌক্তিক বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের নির্ধারিত ভাড়ায় নিবন্ধন শুরু করা, হাইকোর্টের রায় অনুযায়ী থার্ড ক্যারিয়ারে হজযাত্রী পরিবহন ব্যবস্থা করা, হাব সদস্যদের সকল বকেয়া পাওনা অনতিবিলম্বে আদায়ের ব্যবস্থা করা, হজ প্যাকেজের সম্পূর্ন
টাকা গ্রহণের মাধ্যমে নিবন্ধন করা, যার প্রথম কিস্তি ৩১ মার্চ ও দ্বিতীয় কিস্তি ৩০ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারিত থাকবে, প্রবাসী হজ্বযাত্রীদের পাসপোর্ট প্রাপ্তি বিলম্ব হওয়ার কারণে পূর্বের ন্যায় এবছরও শুধুমাত্র পাসপোর্ট
নম্বর দিয়ে স্ক্যান ব্যতিত নিবন্ধন সম্পন্ন করার সুযোগ প্রদান করা এবং এজেন্সীগুলোর সাধারণ ও ছোট খাঁটো ভুলত্রæটির কারণে প্রাপ্ত শাস্তি মওকুফ করার ব্যাপারে হাবের জোরালো পদক্ষেপ গ্রহণ করা।
এছাড়া গত ১১ ফেব্রæয়ারী বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. আব্দুল্লাহ আল-নাসের অযৌক্তিক বিমান ভাড়া প্রত্যাহার করে হজযাত্রীদের সহনীয় বিমান ভাড়া নির্ধারণের জোর দাবী জানিয়েছিলেন। ঐ সংবাদ সম্মেলনে হজযাত্রীদের জিম্মি করে উচ্চহারে হজযাত্রীদের বিমান ভাড়ার প্রস্তাব করায় বিমানের এমডি মোসাদ্দেক আহমেদেরও পদত্যাগ চাওয়া হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবহন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ