Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পৌরশহরে উত্তেজনা-দোকানপাট বন্ধ-অতিরিক্ত পুলিশ মোতায়েন

চুনারুঘাটে আহলে সুন্নাত সভাপতির দাফন সম্পন্ন

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:১৩ এএম, ৩ মার্চ, ২০১৮

এস. এম. সুলতান খান, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আহলে সুন্নাতওয়াল জামাত চুনারুঘাট উপজেলার সভাপতি বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৫) গতকাল শুক্রবার সকাল ১১টায় পৌর শহরের ডিসিপি হাইস্কুল মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযা’য় ইমামতি করেন আল্লামা আব্দুল করিম সিরাজ নগরী। এতে বক্তব্য রাখেন চুনারুঘাট-মাধবপুরের সাংসদ অ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-৩ এর সাবেক সাংসদ অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এ.এস.পি রাজু আহমেদ, আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাওলানা শাহজালাল আহমদ আকঞ্জী, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল হক চিশতী, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মুফতি মুসলিম খান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, যুবসেনা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক এস. এম. সুলতান খানসহ বিভিন্ন স্তরের মানুষ। জানাযা’য় উপজেলা জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার জনসাধারণ অংশগ্রহণ করে ডিসিপি হাইস্কুল মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে লোকে লোকারণ্য হয়ে যায়। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় বাসা থেকে তিনি মসজিদে নামাজে আসার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। এ ঘটনায় চুনারুঘাটের সুন্নাতওয়াল জামায়াতসহ উপজেলার হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল বের করে। শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রতিবাদ মিছিল করেছে। উত্তাল হয়ে উঠছে চুনারুঘাট পৌর শহর। চুনারুঘাট পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, পৌর শহরের চন্দনা গ্রামের বাসিন্দা হাজী আবুল হোসেন আকল মিয়া তার পৌর শহরে বাল্লা রোডের বাসায় বসবাস করতেন। এ নিয়ে চুনারুঘাট থানার ওসি কে এম আজিরুজ্জামান বলেন, এ হত্যাকান্ড সম্পর্কে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। পুলিশ হত্যার ঘটনা উদ্ঘাটন করতে জোর তৎপড়তা চালাচ্ছে। নামাজের জানাযা পূর্ব শোক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমপি মাহবুব আলী বলেন অপরাধী যেই হোক, আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে তিনি বলেন আকল মিয়া হত্যাকান্ড ভিন্ন দিকে প্রবাহিত করলে প্রশাসন এর জবাব দিতে হবে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার বলেন আবুল হোসেন হত্যাকারী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। যে কোন মূল্যের বিনিময়ে মূল অপরাধীকে চি‎িহ্নত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ