Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউবে বিজলী সিনেমার গান

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ সিনেমার গান ‘উড়ে উড়ে মন’ ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে। এর আগে সিনেমাটির পার্টি পার্টি গানটি ইউটিউবে বেশ সাফল্য পায়। এ ধারাবাহিকতায় দ্বিতীয় গানটি প্রকাশ করা হয়েছে কিছু দিন আগে। ইতোমধ্যে গানটি বেশ সাড়া জাগিয়েছে। অল্প সময়ে অসংখ্য ভিউয়ার্স গানটি শুনেছেন। গানে ববির অভিনয় সবাইকে মুগ্ধ করছে। ববি বলেন ‘উড়ে উড়ে মন’ অসাধারণ একটি গান। এর নির্মাণে চমৎকার মুন্সিয়ানা দেখিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী। আমি খুবই আশাবাদী, বিজলী সিনেমাটি দর্শকের মন জয় করে নেবে। সিনেমাটিতে সুস্থ্য বিনোদনের সব ধরনের উপকরণ রয়েছে। গান, গল্প মন ছুঁয়ে যাবার মতো। ববি দর্শকদের আহবান জানিয়ে বলেন, আপনারা সিনেমা হলে গিয়ে বিজলী দেখবেন, আমাদের উৎসাহ দেবেন। তাহলে আগামীতেও ভালো কাজের পরিশ্রম করতে সাহস পাবো। উল্লেখ্য, সিনেমাটি ববস্টার ফিল্মস থেকে নির্মিত হয়েছে। পরিবেশক হিসেবে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। বিজলীর অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন দিলারা জামান, আহমেদ শরীফ, মিজু আহমেদ, ইলিয়াস কানজন, মিশা সওদাগর, আমির সিরাজী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউটিউব

১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ