পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চলতি বছরে পাঁচটি বড় আকারের নতুন জাহাজ বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হবে। এছাড়াও ২০১৯ সালের ফেব্রুয়ারির আরও একটি জাহাজ যুক্ত হবে।
বৃহস্পতিবার (০১ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিএসসির উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, এগুলোর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৩৯,০০০ ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)। এ বছরের জুলাই ও আগস্টে দু’টি বাল্ক ক্যারিয়ার এবং নভেম্বর ও ডিসেম্বরে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি বাল্ক ক্যারিয়ার চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছবে। চীন সরকারের অর্থায়নে সেদেশে জাহাজগুলোর নির্মাণ কাজ চলছে।
গত বছরের অক্টোবরে জাহাজের ম্যাসিভ ফেব্রিকেশন অনুষ্ঠান চীনের শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে। জাহাজগুলোর মোট মূল্য এক হাজার চারশ আটচল্লিশ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ এবং বিএসসির নির্বাহী পরিচালক ইয়াসমিন আফসানা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।