পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : বাংলাদেশ শিপিং করপোরেশন আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত আইন অনুযায়ী, কোম্পানির পরিশোধিত মূলধণ বাড়িয়ে ৩৫০ কোটি টাকা ও অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা করা হবে। সচিবালয়ে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ আইনটি ১৯৭০ সালের ৫ ফেব্রæয়ারি থেকে আছে। এটা রাষ্ট্রপতির ১০ নম্বর আদেশ বলে বাংলাদেশ শিপিং করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এ আদেশের কয়েকটি সংশোধন আনা হয়েছে। সামরিক-বেসামরিক উভয় আমলেই এ সংশোধন হয়েছে।’ তিনি বলেন, ‘সংশোধনগুলোকে একত্রিত করে বাংলা ভাষায় নতুন একটি আইন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূল আইনের বড় কোনো পরিবর্তন নতুন আইনে করা হয়নি। মূল আইনটিকে ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করা হয়েছে। অল্প কিছু সংযোজন-বিয়োজন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শেয়ার হোল্ডারের মধ্য থেকে পরিচালক নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধি অনুসারে প্রয়োজনীয় পরিমাণ শেয়ার থাকতে হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে পরিমাণ নির্ধারণ করে দেবে তার কম শেয়ার কেউ পরিচালক পদের জন্য মনোনয়ন চাইতে পারবে না।’ Ñওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।