Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১১:৫০ এএম | আপডেট : ৩:১২ পিএম, ১ মার্চ, ২০১৮

‘জোর করে তুলে নিয়ে তরুণীকে বিয়ে ও নির্যাতনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির জমা দেয়া প্রতিবেদনের উপর ভিত্তি করেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

রাজধানীর পুলিশ স্টাফ কলেজে (পিএসসি) বৃহস্পতিবার পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী বলেন, পুলিশ সদর দফতরে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গঠিত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

তিনি বলেন, কমিটির জমা দেয়া ওই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে সেখানে উল্লেখিত সুপারিশগুলো পর্যালোচনার পরই ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, জোর করে তুলে নিয়ে তরুণীকে বিয়ে ও নির্যাতনের অভিযোগে ডিআইজি মিজানের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি গত সোমবার তাদের প্রতিবেদন জমা দেয়।

মঙ্গলবার পুলিশ সদর দফতরের একাধিক সূত্র পরিবর্তন ডটকমকে জানায়, সোমবার তদন্ত কমিটির সদস্যরা আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারীর কাছে এই প্রতিবেদন জমা দেন।

সূত্র আরো জানায়, ডিআইজি মিজানের বিরুদ্ধে সরকারি চাকরিতে দায়িত্বরত অবস্থায় অসদাচরণ করার অভিযোগ উল্লেখ করে তদন্ত কমিটি এই প্রতিবেদন জমা দিয়েছে।

তদন্ত কমিটির প্রধান পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (অর্থ) মইনুর রহমান জানান, তারা গত সোমবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তবে প্রতিবেদনে কি বলা হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

মরিয়ম আক্তার ইকো নামের এক নারী ব্যাংক কর্মকর্তা সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাতকারে জানান, গত জুলাই মাসে তার বাসা থেকে তাকে কৌশলে তুলে নিয়ে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তা মিজান। পরে বেইলি রোডে তার বাসায় নিয়ে তিন দিন আটকে রাখা হয়েছিল ওই তরুণীকে।

আটকে রাখার পর বগুড়া থেকে তার মাকে ১৭ জুলাই ডেকে আনা হয় এবং ৫০ লাখ টাকা কাবিননামায় ডিআইজি মিজানকে বিয়ে করতে বাধ্য করা হয়। পরে লালমাটিয়ার একটি ভাড়া বাড়িতে ওই তরুণীর সঙ্গে বসবাস করেছেন ডিআইজি মিজান।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২ মার্চ, ২০১৮, ৭:০০ এএম says : 0
    প্রতিবেদনে ডিআইজি মিজানের বিরুদ্ধে মরিয়ম আক্তার সাংবাদিক সম্মেলন করে অভিযোগ আনেন এবং এরপর কয়েকদিন বিভিন্ন পত্র পত্রিকায় ডিআইজি মিজানের অনেক অপকর্মের গল্প আমরা পড়ি এবং সেসব নিয়ে তখন চায়ের টেবিল ছিল সরগরম। শুধুই তাই নয় আমরা তার দাম্ভিক পূর্ণ ধমকও পত্রিকায় পড়েছি; ডিআইজি সাহেবের ধ্মকে একপর্যায় এটাও আলোচিত হচ্ছিল সাংবাদিকগন ভয়ে আর ওনাকে নিয়ে লিখবেন না, আর হয়েছিলও তাই। তারপরও আমরা ভেবেছিলাম তদন্ত কমিটি ডিআইজি মিজানের উপর তার সকল অন্যায় কার্যক্রম গুলো তদন্ত ও পর্যালোচনা করেই সুপারিশ করবেন। কিন্তু এখনও এটা পরিষ্কার নয় তদন্ত প্রতিবেদনে মিজানের সকল অপকর্মের বিবরণ আছে কিনা?? এরপরও আমরা আশাকোরব প্রতিবেদনে ডিআইজি মিজানের দুষ্কর্মের বিষয়গুলো থাকবে এবং সেইমতই বিচার হবে। আমরা সিনেমাতে পুলিশদের সাথে সন্ত্রাসীদের সহবস্থান দেখি এবং এটাও দেখি একজন নায়কের আবির্ভাব এবং সে সমস্ত দুষ্কৃতির জর উপরে ফেলেন... সেখানে আমরা পুলিশ তাদের ক্ষমতা কিভাবে অপব্যাবহার করে জনগণকে সন্ত্রাসীদের অধিনস্ত করে রেখে নিজেদের আখের গোছায় এসব দেখি তাই না??? প্রকৃত পক্ষে সিনেমা সমাজের প্রতিছবি, এসব সিনেমা যে সত্যের উপরই ভিত্তি করে কাল্পনিক ভাবে প্রযোযিত হয় এটাই প্রমান করছে এই ডিআইজি মিজানের কার্যকলাপে। অনেকেই মনে করেন এখন ডিআইজি মিজানকে এমন এক সংস্থার মাধ্যমে রিমান্ডে নিয়ে (সিনিমার নায়কের কায়দায়) কিংবা বিজ্ঞান ব্যাবহার করে (সিনেমাতে যেভাবে মনের কথা বের করা হয় ডাক্তারের মনবিজ্ঞানের মধ্যমে) তার ভিতর থেকে তার সঙ্গী সাথীদের নামের তালিকা বের করে তাদেরকেও রিমান্ডে নিয়ে সমাজ থেকে এসব সরকারি দুষ্কৃতিকারি কর্মকর্তা, রাজনৈতিক দলীয় নেতা এবং সন্ত্রাসী যাদের দ্বারা এনারা সন্ত্রাস ও বিভিন্ন দুষ্কর্ম করিয়ে নেন এবং লাভবান হন তাদেরকে বের করে উপযুক্ত সাজা দেয়া উচিৎ নয় কি??? সত্যের পথে অল্প সংখ্যক লোক হলেও আল্লাহ্‌ এই ছোট দলকেই সবসময় বিপথগামীদের বিপক্ষে জয়ী করে থাকেন এটাই সত্য। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ