Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে চলছে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১১:৪৮ এএম | আপডেট : ১২:২৫ পিএম, ১ মার্চ, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে নয়াপল্টন প্রধান কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বৃহস্পতিবার (১ মার্চ) সকাল সোয়া ১০টায় কর্মসূচি শুরুর আগে রিজভী বলেন, আমরা আমাদের নেত্রীর মুক্তির দাবি নিয়ে সারাদেশের জনগণের কাছে যাবো। জনগণের কাছে এই বার্তা তুলে ধরবো যে নেত্রী কোনো দুর্নীতি করেননি।
তিনি আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।
এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে বায়তুল মোকাররম, ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে মতিঝিল, আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নিউমার্কেট, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদের নেতৃত্বে মৌচাক মালিবাগ, মো. বরকত উল্ল্যাহ বুলুর নেতৃত্বে জুরাইন, অ্যাডভোকেট আহমেদ আযম খানের নেতৃত্বে ধোলাইখাল, শওকত মাহমুদের নেতৃত্বে হাতিরপুল এলাকায় লিফলেট বিতরণ করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মায়ের অসুস্থতার কারণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। সিডিউল অনুযায়ী প্রেসক্লাব এলাকায় এই কর্মসূচিতে অংশগ্রহণের কথা ছিল তার।
এসময় উপস্থিত ছিলেন-উপদেষ্টা মণ্ডলীর সদস্য আতাউর রহমান ঢালী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিফলেট বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ