পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহী ব্যুরো : দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরোর আওতাভুক্ত জেলা ও উপজেলা সংবাদদাতাদের সভা গতকাল বুধবার রাজশাহী ব্যুরো অফিসে অনুষ্ঠিত হয়েছে। এসময় ব্যুরোর আওতাভুক্ত বিভিন্ন জেলা ও উপজেলা সংবাদদাতারা উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতেই বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিক, দেশের অন্যতম বহুল প্রচারিত সংবাদমাধ্যম জনগনের অকুতোভয় মুখপাত্র দৈনিক ইনকিলাব ও বাংলাদেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া আদায়ের একমাত্র অরাজনৈতিক সংগঠন জমিয়াতুল মোদার্রেছীনের অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক ত্রাণ ও ধর্মমন্ত্রী মরহুম আলহাজ¦ মাওলানা এম.এ আব্দুল মান্নান (রঃ) ও তার সহধর্মিণী হোসনে আরা বেগমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও মাওলানা এম এ আব্দুল মান্নানের সাহেবজাদা, জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন নওগাঁ জেলা সংবাদদাতা এমদাদুল হক সুমন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু। তিনি বলেন, দৈনিক ইনকিলাব বিভিন্ন প্রতিকুলতার সম্মূখীন হয়েছে বারবার, এই পত্রিকাকে চুড়ান্তভাবে বন্ধ করার ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু কোন ষড়যন্ত্রই এর অগ্রযাত্রাকে রোধ করতে পারেনি। বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেশের সর্বস্তরের মানুষের নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম দৈনিক ইনকিলাব। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া সকল জায়গায় রয়েছে পাঠক। আর এই জনপ্রিয়তা বৃদ্ধি একমাত্র কারণ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক ত্রাণ ও ধর্মমন্ত্রী মরহুম আলহাজ¦ এম এম আব্দুল মান্নান (রঃ) এর অবদান। তিনি ছিলেন দেশের মানুষের কাছে এক উজ¦ল নক্ষত্র। তিনি সবসময় সাধারণ মানুষের কথা ভাবতেন। আর তাই তিনি অবহেলিত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া আদায়ের জন্য প্রতিষ্ঠা করেছেন এক মাত্র অরাজনৈতিক সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন ও দৈনিক ইনকিলাব। যার সুফল আজ দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের মানুষ ভোগ করছে। তিনি বাংলাদেশের মানুষদের কাছে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, একজন মানুষ ইচ্ছা করলে এক সঙ্গে বিভিন্ন কাজের যুক্ত থেকেও মানুষের জন্য কাজ করা যায়। তারই হাত ধরে এই পত্রিকাকে সবার কাছে গ্রহনযোগ্য সংবাদমাধ্যম হিসাবে তুলে ধরতে দিনরাত পরিশ্রম করে চলেছেন ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। আমাদেরও ঐক্যবদ্ধ থেকে পত্রিকার অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যার যার দায়িত্ব তা নিষ্ঠার সাথে পালন করতে হবে।
আলোচনা সভায় জেলা ও উপজেলা সংবাদদাতারা বিভিন্ন দাবি-দাওয়া, তাদের সমস্যা পত্রিকার বিজ্ঞাপণ সংগ্রহ, সার্কুলেশন বৃদ্ধি ও কিভাবে পত্রিকাকে দেশের সর্বশ্রেণীর সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় সে বিষয়ে তাদের মতামত ও সুপারিশ পেশ করেন। তাদের সবাই দেশ ও জনগনের একমাত্র মুখপাত্র দৈনিক ইনকিলাবকে সবার কাছে পৌঁছে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মাও: মো: মোকাদ্দাসুল ইসলাম, পাবনা জেলা সংবাদদাতা মোরশাদ সোবহানী, নওগাঁ জেলা সংবাদদাতা এমদাদুল হক সুমন, নাটোর জেলা সংবাদদাতা আজিজুল হক টুকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা মাহবুবুল আলম, রাজশাহী ব্যুরো ফটোগ্রাফার এ.এন.এম ফরিদ আক্তার পরাগ, পুঠিয়া সংবাদদাতা মো. রেজাউল ইসলাম লিটন, গোদাগাড়ি উপজেলা সংবাদদাতা মো. হায়দার আলী, তানোর উপজেলা সংবাদদাতা মমিনুল ইসলাম মুন, বাগমারা উপজেলা সংবাদদাতা মো. আলতাফ হোসেন, নওগাঁ নেয়ামতপুর উপজেলা সংবাদদাতা মো. নুরুল ইসলাম, সিংড়া উপজেলা সংবাদদাতা আনোয়ার হোসেন আলীরাজ, শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা মো. কামাল হোসেন, রাবি সংবাদদাতা মিজানুর রহমান রানা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।