Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৈলকুপায় আগুনে পুড়ল ১৫ লাখ, সাহায্য পেল ৪০ হাজার!

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়। কিন্তু বুধবার শৈলকুপা উপজেলা পরিষদ থেকে তাদের সাহায্য দিয়েছে মাত্র ৪০ হাজার টাকা। এই হিসেবে একেকটি পরিবার পেয়েছে মাত্র ৫ হাজার টাকা করে। এই অপ্রতুল সাহায্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে শৈলকুপার ইউএনও উসমান গণি বলেছেন, প্রাথমিক ধাক্কাটাই সামলানো বড় ব্যাপার ছিল। পরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আরো সাহায্য দেওয়া হবে। শৈলকুপা দমকল বাহিনীর স্টেশন অফিসার মুস্তাফিজুর রহমান জানান, গত মঙ্গলবার বিকালে বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের ১৫টি ঘর পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, চাল, ধান, পেয়াজ, রসুন ও গবাদিপশুসহ প্রায় ১৫ লাখ টাকার সম্পাদ ভস্মীভূত হয়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে দমকল বাহিনীর সুত্রে বলা হয়েছে। সরেজমিন দেখা গেছে, দলিলপুর গ্রামের আক্কাস আলী শেখ, মকছেদ আলী, রুস্তম আলী, গোলাম মোস্তফা, বশির আহম্মেদ, মুন্নাফ হোসেন, জিল্লুর রহমান ও নবুয়াতের ঘারবাড়ি বলতে কিছুই নেই। ৭টি পরিবারের ভিটেই কোন ঘরবাড়ি নেই। সব হারিয়ে পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। তাদের ঘরবাড়ি ও সংসারের জিনিসপত্র কিনতে বহু টাকার দরকার। শৈলকুপার ইউএনও উসমান গণি জানান, আমরা প্রাথমিক ধাক্কা সামলাতে প্রতি পরিবারকে উপজেলা পরিষদ থেকে ৫ হাজার টাকা, কম্বল, চাল, ডাল, তেল, নুনসহ ব্যবহারিক জিনিস দিয়েছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ