Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ছাত্রলীগের দু’গ্রæপে হাতাহাতি আহত-১

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : বান্ধবী নিয়ে বিরোধের জের ধরে রাজশাহী কলেজে ছাত্রলীগের দু’পক্ষের হাতাহাতিতে গোলাম মওলা নামে একজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সে রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের রবীন্দ্র ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাজশাহী কলেজে পুলিশ মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মনোবিজ্ঞান বিভাগের একটি সেমিনার চলছিলো। এতে জালাল উপস্থিত ছিলেন। এ সময় গোলাম মাওলা জালালকে ডেকে নিয়ে মারধর করে। পরে রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক রাসিক দত্ত, জালাল ও সজিবের ছেলেরা এসে গোলাম মাওলাকে মারধর করে। বান্ধবী নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান বলেন, কলেজের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র গোলাম মাওলা ও জালাল উদ্দিনের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। আহত ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। তার চিকিৎসার ব্যবস্থা করে শিক্ষকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ