Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিলেটে মাদরাসার ছাত্র নিহত বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও সমাবেশ

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা: সিলেটের জৈন্তায় হরিপুরে আটরশীর পীর অনুসারিদের হামলায় দুই মেধাবী মাদরাসা ছাত্র হাফেজ মাওলানা মোজাম্মেল ও হাফেজ মাওলান এনাম নিহতের ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দুপুরে স্থানীয় জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসা প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে দারুল আহকাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী আব্দুল রহমান কাশেমী, জামিয়া ইসলামিয়া মাদরাসার মুফতী আব্দুল হক, কাজীপাড়ার সৈয়দুন্নেছা মাদরাসার শিক্ষক মুফতি এনাম, দারুল আহকাম মাদরাসার মুহাদ্দিস মাজহারুল হক কাসেমী, কওমী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হাফেজ তানভীর, সিনিয়র সহ সভাপতি হাফেজ আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল জলিল। এ সময় বক্তারা দ্রæত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ