Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে কৃষি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী আটক

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কৃষি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীসহ ২ জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক নোয়াখালী জেলা শাখা। বুধবার দুপুর আড়াইটার দিকে কাদিরপুর ইউনিয়ন কৃষি ব্যাংকের শাখায় কৃষি ঋণে প্রতি হাজারে ১০% করে ৮০ হাজার টাকায় ৮ হাজার টাকা ঘুষ দেয়ার সময় হাতেনাতে ঋণ কর্মকর্তা হাফিজ উল্লাহ ও সিকিউরিটি গার্ড আহসান উল্লাহকে আটক করা হয়। আটকৃত হাফিজ উল্লাহ নোয়াখালী পৌরসভার ফকিরপুর গ্রামের রহমত আলীর ও আহসান উল্লাহ বেগমগঞ্জ খানপুর গ্রামের সিদ্দিক উল্লাহর ছেলে। জানা গেছে, এই কৃষি ব্যাংকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কৃষকরা কৃষি ঋণ নিতে গেলে ব্যাংক সুপারভাইজার দের শতকরা ১০% ঘুষ না দিলে তাদেরকে ঋণ না দিয়ে হয়রানি করছে। এ ঘুষের টাকা জেলা কৃষি ব্যাংক ম্যানেজার, উপজেলা ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভাগাভাগি হয়। এমন সংবাদে জেলা দুদক উপ-পরিচালক মো. তালেবুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে কৃষক ৮০ হাজার টাকা ঋণ নিতে হাফিজ উল্লাহ সহ তার সহযোগীকে ৮ হাজার টাকা ঘুষ দিলে মুহুর্তের মধ্যে দুদক কর্মকর্তারা তাদেরকে হাতে-নাতে আটক করে। দুদক নোয়াখালী উপ-পরিচালক মো তালেবুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে দুদক বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ