Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়াইগ্রামে ধর্ষণ শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রীকে তৃতীয় দফায় ডাক্তারি পরীক্ষা

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ধর্ষণের শিকার বনপাড়ার চতুর্থ শ্রেণীর ছাত্রীকে তৃতীয় দফায় ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে নাটোর সদর হাসপাতালে তৃতীয় দফায় তিন সদস্যের মেডিকেল বোর্ড নির্যাতিত শিশুটির পরীক্ষা সম্পূর্ণ করেন। গত ২৪ জানুায়ারি দুপুরে শিশুটিকে নির্যাতনের পর ওই দিন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ডাক্তারী পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় শিশুটিকে ধর্ষণ হয়নি বলে উল্লেখ করা হয়। এর প্রেক্ষিতে শিশুটির পিতা ১৪ ফেব্রæয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক খোরশেদ আলমের আদালতে শিশুটিকে পুনরায় ডাক্তারী পরীক্ষার জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ১৯ ফেব্রæয়ারি আদালত পুনরায় ডাক্তারী পরীক্ষা করার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ২১ ফেব্রæয়ারি শিশুটিকে দ্বিতীয় দফায় ডাক্তারী পরীক্ষা করানো হয়। বুধবার শিশুটিকে ৩ সদস্যের মেডিকেল টিম শিশুটিকে তৃতীয় দফায় মেডিকেল সম্পূর্ণ করে। চিকিৎসকের আচরনের কারনে হতাশ শিশুটির পরিবার। তবে নাটোর সদর হাসপাতালের আর এম ও ডাঃ মাহবুবুর রহমান জানান, নাটোর সদর হাসপাতালে দ্বিতীয় দফায় শিশুটির পরীক্ষার সময় তার পরিবারের সদস্যরা ডাক্তার ইসমত নাসরিনকে সহযোগীতা করেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ