Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মাণাধীন উন্নয়ন প্রকল্প পরির্দশনে এডিবির প্রেসিডেন্ট

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


আশুগঞ্জ (ব্রাক্ষণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা: ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জেও ভৈরবে এডিবির অর্থায়নে নির্মাণাধীন প্রকল্প টঙ্গী টু ভৈরব ডাবল রেললাইন ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ দু‘টি ইউনিট পরির্দশন করেছেন এডিবির প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও।
গতকাল মঙ্গলবার ঢাকা থেকে সকাল ১০ টায় প্রথমে ভৈরব এসে পৌছান । প্রথমে ভৈরবের এসে ঢাকা-টঙ্গী ডাবল রেল লাইন পরিদর্শন করেন । পরে তিনি হাজী জহির স্কুলের মালটিমিডিয়া ক্লাস রুম পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মপরিকল্পনা, ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের এডিবি অর্থায়নে নির্মাণাধীন ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপিপি (সাউর্থ) ও ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপিপি(নর্থ)সহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য ইউনিট গুলো ঘুরে দেখেন । এ সময় তার সাথে ছিলেন শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মহিউদ্দিন আহমেদ, কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, হানকিংম ডিরেক্টর জেনারেল,এডিবির প্রতিনিধি জিগানলি, সেসিপ এর অতিরিক্ত সচিব এবাদুর রহমান । এ সময় ভৈরব উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারুবা আহমেদ, শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস, শামিম আহমেদ ও ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমার প্রমূখ।


মনোহরদীতে বালু দস্যু আটক
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার: ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলনকালে হাতেনাতে আটক করে ফারুক আকন্দ নামে বালু দস্যুকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মনোহরদী উপজেলার হরিনারায়নপুর গ্রামে মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) মো: আসসাদিকজামানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এই অর্থদন্ডাদেশ প্রদান করেছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ