বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একলাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। গতকাল সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি শক্তিশালী মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। এরা দীর্ঘদিন ধরে রাজধানীরসহ সারাদেশে ইয়াবা পাচার করে আসছিলো। গ্রেফতারকৃতরা হলেন - মো. সিরাজুল ইসলাম রুবেল (৩২), সুমাইয়া সুলতানা রিয়া ওরফে শিখা (২৪), মো. মফিজুল ইসলাম (৩৮), মো. শাকের (২৪) এবং মো. জসিম উদ্দিন (২২)। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মাইক্রোবাস, আটটি মোবাইল সিম, ছয় হাজার ২০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম প্রায় দুই কোটি ১৬ লাখ টাকা বলে জানায় র্যাব। লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বসুন্ধরার আবাসিক এলাকার জি বøকের ১০ নম্বর সড়কের ১৫০ নম্বর বাড়ির পঞ্চম তলায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। র্যাব-১ অধিনায়ক বলেন, গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম রুবেল ও সুমাইয়া সুলতানা রিয়া স্বামী-স্ত্রী। তারা বসুন্ধরার ওই ফ্লাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। দুই বছর আগে তাদের বিয়ে হয়। সিরাজুল ইসলাম আগে গার্মেন্টসের ঝুট ব্যবসা করতেন। ওই ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। মাদক ব্যবসায় তাকে সহযোগিতা করে থাকেন রিয়া। তাদের বাসাটি মূলত মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়। মাদক পরিবহনের জন্য ওই মাইক্রোবাসে আলাদা একটি প্রকোষ্ঠ তৈরি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।